ঢাকার নবাবগঞ্জ উপজেলায় মোহাম্মদ আলী আসলাম (৪৮) নামে জামায়াতের এক নেতার বিরুদ্ধে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন হয়রানি করার অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী ওই শিক্ষার্থীর মা মোসাম্মৎ শিল্পী নিজে বাদী হয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় নবাবগঞ্জ থানায় মোহাম্মদ আলী আসলামের নামে নারী ও শিশু নির্যাতন আইনের একটি মামলা করেছেন। মোহাম্মদ আলী আসলাম নবাবগঞ্জ উপজেলার বাহ্রা গ্রামের বাসিন্দা এবং জামায়াত ইসলামীর উপজেলা সাধারণ সম্পাদক ও নবাবগঞ্জ আইডিয়াল মাদ্রাসার প্রিন্সিপাল। এর আগে বৃহস্পতিবার বেলা ২ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে উপজেলার বাহ্রা ইউনিয়নের বলমন্তচর এলাকার ভুক্তভোগী শিক্ষার্থীর মা মোসাম্মৎ শিল্পী জামায়াত নেতা নবাবগঞ্জ আইডিয়াল মাদ্রাসার প্রিন্সিপাল মোহাম্মদ আলীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী শিক্ষার্থীর মা লিখিত বক্তব্যে অভিযোগ করে বলেন, আমি অসহায় একজন মানুষ, প্যারাগণ হাসপাতালে...