দুর্দান্ত গতি আর ইন সুয়িংয়ে সবার নজর কারলেন মারুফা আক্তার। এভাবেই বিশ্বকাপে অভিষেক ম্যাচে মুগ্ধতা ছড়িয়েছেন তিনি। প্রসংসা কুড়াচ্ছেন কিংবদন্তি তারকাদের। দুবাইয়ের শারজায় গতকাল পাকিস্তানের বিপক্ষে নারী ওয়ানডে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামে বাংলাদেশ। বল করতে এসে দারুন শুরু করেন পেসার মারুফা। ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলে দারুণ ডেলিভারিতে ওমাইমা সোহেলকে বোল্ড করে দেন তিনি। তার এই ডেলিভারিটি প্রশংসায় ভাসছে ক্রিকেট পাড়ায়। আইসিসির ম্যাচ বিশ্লেষণ করতে গিয়ে মিতালি রাজ বলেন, ‘প্রথমত সে দারুণ সুইং করাতে পেরেছে। তবে আপনি যদি সঠিক লাইন লেন্থের সঙ্গে বলে গতি ধরে রাখতে না পারেন, তাহলে সুইং কাজে আসে না। কিন্তু সে (মারুফা) এটা যথাযথভাবে করতে পেরেছে। পুরস্কারস্বরূপ পরপর দুই বলে দুই উইকেট তুলে নিয়েছে। সে হ্যাটট্রিকও করতে পারত।’ আগ্রাসী বোলিং এর কাছে কোণঠাসা হয়ে পড়ে...