স্পট মার্কেট তথা তাৎক্ষণিক বাজারে সোনার দাম ০.৯ শতাংশ বেড়ে প্রতি আউন্সে ৩ হাজার ৮৯১ দশমিক ৯৬ ডলার হয়েছে। আবার আগামী ডিসেম্বরে সরবরাহ করা হবে এমন সোনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ফিউচার স্বর্ণের দাম ১.২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৯১৮ দশমিক ৬০ ডলারে। সোনার দাম বাড়লেও ডলারের সূচক ০.২ শতাংশ কমেছে, যা এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন। ফলে ডলারের দামে নির্ধারিত স্বর্ণ বিদেশি ক্রেতাদের জন্য আরও সস্তা হয়েছে। ব্রোকারেজ প্রতিষ্ঠান অ্যাকটিভট্রেডসের জ্যেষ্ঠ বিশ্লেষক রিকার্ডো ইভানজেলিস্তা বলেন, ‘ডলার দুর্বল হচ্ছে ফেডের নরম অবস্থানের প্রত্যাশার কারণে। কংগ্রেসে ব্যর্থ হয়ে ব্যয় বিল পাস না হওয়ায় সরকারের অচলাবস্থা তৈরি হয়েছে। মার্কিন সরকার বেশিরভাগ কার্যক্রম বন্ধ রেখেছে। এতে হাজারো সরকারি চাকরি ঝুঁকির মুখে পড়েছে। কংগ্রেস ও হোয়াইট হাউসের মধ্যে তীব্র দ্বন্দ্বের কারণে তহবিল বরাদ্দে সমঝোতা হয়নি। এই...