যশোরের সদর উপজেলার দক্ষিণ তালবাড়ীয়া মাঠপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে মা-ছেলেকে মারপিট ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। আহত মমতাজ বেগমের কান থেকে স্বর্ণালংকার ছিনিয়ে নিয়েছে ও কান মারাত্মকভাবে জখম হয়েছে। এ ঘটনায় মোছাঃ মমতাজ বেগম (৫৩) বাদী হয়ে প্রতিবেশী হাসিবুল (৫৫) ও তার স্ত্রী চায়না (৪৮)-এর বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন। আহতদের মধ্যে মমতাজ বেগমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে,ও ছেলে নূর মোহাম্মদকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়েছে, শুক্রবার (৩ অক্টোবর) সকাল ৮টার দিকে বাদী মমতাজ বেগম নিজ বাড়ির সামনে অবস্থানকালে বিবাদীরা অকথ্য ভাষায় গালাগাল করে। প্রতিবাদ করলে তাকে টেনে-হিঁচড়ে নিজেদের উঠানে নিয়ে এলোপাতাড়ি মারপিট করে। এতে তার শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। এসময় চায়না তাকে কামড় দিয়ে রক্তাক্ত করে এবং কানে থাকা প্রায় তিন...