০৩ অক্টোবর ২০২৫, ০৬:৩৯ পিএম | আপডেট: ০৩ অক্টোবর ২০২৫, ০৬:৩৯ পিএম কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউপি চেয়ারম্যান আরিফুজ্জামান দীপ মণ্ডলের উপর হামলা ও ছুরি দিয়ে আঘাত করে আহত করার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার (৩ অক্টোবর) বেলা ১১টায় কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সড়কের রায়গঞ্জ বাজারে মানববন্ধনে সকল ইউপি সদস্য, ব্যবসায়ী ও ইউনিয়নের সহস্রাধিক সাধারণ মানুষসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা অংশ নেন। এ সময় কালীগঞ্জ ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম, ইউপি সদস্য আব্দুল ওহাব সরকারসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান, সদস্য, ব্যবসায়ী এবং ইউপি চেয়ারম্যান আরিফুজ্জামান দীপ মণ্ডল বক্তব্য রাখেন। পরে একটি বিক্ষোভ মিছিল বাজার এলাকা প্রদক্ষিণ করে। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মাদক ও অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদ করায় গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে রায়গঞ্জের চিহ্নিত একটি গ্রুপ চেয়ারম্যানের উপর হামলা চালায় এবং ছুরি দিয়ে...