ঠিক দুই বছর আগের কথা। সেবারও ঘটনার কেন্দ্রে ছিলেন তামিম। ক্রিকেট খেলায় নাটকীয়তা থাকে, থাকতে পারে; কিন্তু খেলার বাইরে নাটক হবে কেন! এটি অনভিপ্রেত। এতে দলের সুনাম ক্ষুণ্ন হয়, বোর্ডের ভাবমূর্তি নষ্ট হয়। ক্ষতিগ্রস্তও হতে পারে দল, এমনকি দলের চলমান কোনো প্রতিযোগিতাও। সেটিই হয়েছিল। দেশের অভিজ্ঞ খেলোয়াড় তামিমকে বিশ্বকাপ স্কোয়োডে নেওয়া, না নেওয়া, সিদ্ধান্ত গ্রহণে দোদুল্যমানতা ইত্যাদি অপ্রত্যাশিত কাণ্ডকারখানায় ক্ষতির শিকার হন টাইগাররা। সিরিজ হার বাঁচানোর জন্য তারা লড়ছিল সফরকারী দল নিউজিল্যান্ডের সঙ্গে। ব্যাটিং ব্যর্থতায় শোচনীয় পরাজয় হয় তাদের।আসা যাক বর্তমানে। ক্রিকেটে ম্যাচ ফিক্সিং নিয়ে নানা অভিযোগ ওঠে প্রতিটি আন্তর্জাতিক ক্রিকেট খেলুড়ে দেশের এক বা একাধিক ক্রিকেটারের বিরুদ্ধে। বাংলাদেশের একাধিক ক্রিকেটারের বিরুদ্ধেও উঠেছে। ক্রিকেটের এই জুয়া নিয়ে দেশে দেশে বড় বড় ডিল হয়, শত কোটি টাকার বিনিয়োগ হয়। কিন্তু পুরো...