বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বার্তায় মেসি লিখেছেন, ‘আমি ভীষণ আনন্দিত যে এই ডিসেম্বর ভারতে যাচ্ছি। কনসার্ট, যুব ফুটবল ক্লিনিক, প্যাডল কাপ আর দাতব্যকর্মে অংশ নেওয়া দারুণ এক অভিজ্ঞতা হবে। ইভেন্টগুলো অনুষ্ঠিত হবে কলকাতা, মুম্বাই, নয়াদিল্লির নামকরা স্টেডিয়ামে। টিকিট পাওয়া যাবে শুধু ডিসট্রিক্ট অ্যাপে।’ ভারতীয় ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্তকে ধন্যবাদ জানিয়ে তিনি আরও লেখেন, ‘ভারতের গুরুত্বপূর্ণ মানুষ ও সেরা তারকাদের সঙ্গে দেখা করার সুযোগ পাওয়া আমার জন্য বিশেষ সম্মানের। ১৪ বছর পর আমাকে ভারতে যাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য দ্য শতদ্রু দত্ত ইনিশিয়েটিভকে ধন্যবাদ।’ ‘গোট (গ্রেটেস্ট অব অল টাইম) ট্যুর অব ইন্ডিয়া ২০২৫’ নামের এই সফর শুরু হবে কলকাতা থেকে। মেসির ঘোষিত সূচি অনুযায়ী, ১৩ ডিসেম্বর কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে, ১৪ ডিসেম্বর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এবং ১৫ ডিসেম্বর দিল্লির...