সরবরাহ বাড়ায় আন্তর্জাতিক বাজারে টানা কমছে জ্বালানি তেলের দাম। রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেক প্লাস থেকে সরবরাহ বাড়ার প্রত্যাশায় গতকাল বৃহস্পতিবার জ্বালানি তেলের দাম দশমিক ৫০ শতাংশ কমেছে, যা চার মাসের মধ্যে সর্বনিম্ন। বাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ট্রেডিং ইকোনমিকস জানায়, বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই অপরিশোধিত জ্বালানি তেলের দাম ০.৪০ শতাংশ কমে প্রতি ব্যারেল হয় ৬১ ডলার ৫৬ সেন্ট। গত এক সপ্তাহে এই তেলের দাম কমেছে ৫.৪৮ শতাংশ। এ বছর কমেছে ১৪.৩৬ শতাংশ। যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের মজুত বেড়েছে ১.৮ মিলিয়ন ব্যারেল। সেই সঙ্গে গ্যাস ও পেট্রলের উৎপাদনও বাড়তি। ফলে...