বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলটির নেত্রী রুমি ফারহানার বিকৃত ছবি ফেইসবুকে শেয়ার করার ঘটনায় চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংর্ঘষের ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে উপজেলার পালিশারা গ্রামে এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানান হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন ফারুক। আহতরা হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তবে তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানা যায়নি। হাজীগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সদস্যসচিব কাজী জসিম বলেন, “বৃহস্পতিবার রাতে গন্ধর্ব্যপুর ইউনিয়ন জামায়াতের আমির ও পালিশারা শাহমিরান মিরা বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা ইলিয়াস হোসেন তার ফেইসবুকে তারেক রহমান ও রুমি ফারহানার একটি বিকৃত ছবি শেয়ার করেন। “সকালে বিষয়টি নিয়ে বিএনপির নেতাকর্মীরা ইলিয়াস হোসেনকে জিজ্ঞাসা করতে গেলে জামায়াতের নেতাকর্মীরা আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে...