কানাডার অন্টারিও প্রদেশের ওকভিল শহরের একটি সিনেমা হলে অগ্নিসংযোগ ও গুলি চালানোর পর ভারতীয় সিনেমার প্রদর্শন বন্ধ করে দিয়েছেন হল কর্তৃপক্ষ। সেখানে প্রদর্শিত হচ্ছিল—ঋষভ শেঠির ‘কানতারা টু’ ও পবন কল্যাণের ‘ওজি’ সিনেমা। অন্টারিও প্রদেশের থিয়েটার কর্তৃপক্ষ জানিয়েছেন, দক্ষিণ এশীয় চলচ্চিত্র প্রদর্শনের কারণে এ ঘটনা ঘটেছে।আরো পড়ুন:বক্স অফিসে ‘ওজি’ সিনেমার দাপট: কে কত টাকা পারিশ্রমিক নিলেন?বিজয়ের বাড়িতে বোমা আতঙ্ক বক্স অফিসে ‘ওজি’ সিনেমার দাপট: কে কত টাকা পারিশ্রমিক নিলেন? ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে জানিয়েছে, গত ২৫ সেপ্টেম্বর দুজন ব্যক্তি লাল রঙের গ্যাস ক্যান ব্যবহার করে সিনেমা হলের প্রবেশপথে আগুন লাগান। আগুনে ভবনের বাইরের অংশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। তবে সৌভাগ্যক্রমে আগুন ভেতরে ছড়িয়ে পড়েনি। সিসি টিভি ফুটেজে দেখা যায়, দুর্বৃত্তরা তরল জাতীয় পদার্থ ঢেলে আগুন লাগিয়ে পালিয়ে যাচ্ছে। প্রেক্ষাগৃহটির মাইক্রোব্লগিং সাইট এক্সে...