পানির সঠিক উৎপাদন ও সিস্টেম লস নির্ধারণের জন্য কর্মকর্তাদের সমন্বয়ে একটি কমিটি গঠন করেছে ঢাকা ওয়াসা। শুক্রবার (৩ অক্টোবর) ঢাকা ওয়াসা সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ঢাকা ওয়াসার সচিব মশিউর রহমান খান একটি অফিস আদেশ জারি করে এই কমিটি অনুমোদন দিয়েছেন। সচিব মশিউর রহমান খান জানিয়েছেন, এই কমিটি পানির সঠিক উৎপাদন ও সিস্টেম লস নির্ধারণের জন্য মিটার স্থাপন, নষ্ট মিটার পুনঃস্থাপন বিষয়ক ওয়াসার পাম্পগুলো সরেজমিনে পরিদর্শন করবে। তারা বাস্তব অবস্থা পর্যবেক্ষণ করে সুপারিশসহ লিখিত আকারে একটি প্রতিবেদন ৩০ কর্মদিবসের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক বরাবর দাখিল করবেন। ঢাকা ওয়াসা সূত্রে জানা গেছে, কমিটির আহ্বায়ক করা হয়েছে সংস্থাটির প্রধান প্রকৌশলী আব্দুস সালাম ব্যাপারীকে এবং সদস্য সচিব করা হয়েছে প্রধান রাজস্ব...