০৩ অক্টোবর ২০২৫, ০৬:৪৬ পিএম | আপডেট: ০৩ অক্টোবর ২০২৫, ০৬:৪৬ পিএম বগুড়ার ধুনট উপজেলায় মোবাইল চুরি করে পালানোর সময় জনতার ধাওয়া খেয়ে আত্মরক্ষায় বাঙালি নদীতে লাফ দিয়ে এক চোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) দুপুর ১২টায় ধুনট সদর ইউনিয়নের বথুয়াবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। ধুনট থানা পুলিশ নদী থেকে ওই চোরের মৃতদেহ উদ্ধার করেছে। নিহত ওই চোরের নাম টুটুল শেখ। সে ধুনট সদর ইউনিয়নের চালাপাড়া চৈতারপাড়া গ্রামের শুকুর আলী শেখের ছেলে। প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বথুয়া বাড়ি বাজারের এক অজ্ঞাত পথচারীর মোবাইল চুরি করে টুটুল। বিষয়টি স্থানীয়রা দেখতে পেয়ে তাকে ধাওয়া করে। এ সময় সে আত্মরক্ষার জন্য দৌড়ে পালানোর চেষ্টা করে। এক পর্যায়ে টুটুল বধুয়াবাড়ী শ্মশান ঘাট এলাকায় বাঙালি নদীতে লাফ দেয়। কিছু সময়...