০৩ অক্টোবর ২০২৫, ০৬:০৪ পিএম | আপডেট: ০৩ অক্টোবর ২০২৫, ০৬:০৪ পিএম ব্যাট হাতে দুর্দান্ত ইনিংস উপহার দিলেন এনামুল হক বিজয়। এই ওপেনারের ব্যাটে ভর করেই জাতীয় লিগ টি-টোয়েন্টিতে বরিশাল বিভাগকে অনায়াসেই হারাল খুলনা বিভাগ। সিলেটে আসরের ২০তম ম্যাচে শুক্রবার খুলনার জয় ৮ উইকেটে। ১৩৮ রানের লক্ষ্য তারা পেরিয়ে যায় ২১ বল হাতে রেখে। ৪৭ বলে অপরাজিত ৭২ রানের ইনিংসে খুলনার জয়ের নায়ক এনামুল। টস হেরে ব্যাটিংয়ে নেমে আজমির আহমেদ ও ইফতিখার হোসেন ইফতির ব্যাটে ভালো শুরু পায় বরিশাল। ৩৭ রানের ওপেনিং জুটি গড়ে পঞ্চম ওভারে আজমির আউট হন ১৭ বলে ২৪ রান করে। ১০.৫ ওভারেও তাদের রান ছিল ১ উইকেটে ৮১। এরপরই পথ হারায় তারা। বলের সঙ্গে পাল্লা দিয়ে রান করতে পারেননি আরেক ওপেনার ইফতি (৩২ বলে ৩৪) ও...