চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় আব্দুল খালেক (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (৩ অক্টোবর) উপজেলার কুমিরা ইউনিয়নের মসজিদদা এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলিয়াস পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল খালেক বাঁশবাড়িয়া ইউনিয়নের উত্তর বাঁশবাড়িয়া এলাকার আবদুল হাদী দুলালের ছেলে। দুই মাস আগে প্রেম করে বিয়ে করে বাবার ভয়ে ভাড়া বাসায় থাকতেন। এসব তথ্য নিশ্চিত করেছেন খালেকের বড় ভাই মহরম আলী রিপন। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আব্দুল খালেক সকাল ৯টার দিকে বাইসাইকেল করে কর্মস্থল নেমসান কন্টেইনার ডিপোতে...