ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গার্গের হঠাৎ প্রয়াণে এখনো শোক কাটেনি তার ভক্ত-শ্রোতাদের। গত ১৯ সেপ্টেম্বর স্কুবা ডাইভিং করতে গিয়ে মৃত্যু হয় এই কিংবদন্তির। আসাম সরকারও তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে, যা তার জনপ্রিয়তা ও মানুষের হৃদয়ে জায়গার প্রমাণ বহন করে। বাংলাদেশেও শোকের ছায়া ছড়িয়ে পড়েছে। বিশেষ করে ঢাকাই সিনেমার নায়ক অনন্ত জলিল এই মৃত্যুকে মানতে পারছেন না। কারণ তার ‘নিঃস্বার্থ ভালোবাসা’ সিনেমার সুপারহিট গান “ঢাকার পোলা ভেরি ভেরি স্মার্ট”-এর গায়ক ছিলেন জুবিন গার্গ। বুধবার (১ অক্টোবর) চীন থেকে দেশে ফিরে অনন্ত জলিল গণমাধ্যমকে বলেন, “জুবিন গার্গের মৃত্যুর খবর শুনে আমি বিমর্ষ হয়ে পড়ি। এত কষ্ট পেয়েছি যে ভাষায় বোঝানো সম্ভব নয়। স্কুবা ডাইভিং করতে গিয়ে এমন মৃত্যু খুবই বেদনার।” তিনি আরও যোগ করেন, দেশের বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে কলেজ—সব...