বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদে বিগত গত ১৫ বছরে যুক্ত থেকে যারা দেশের ক্রিকেটের উন্নতি করতে পারেনি, তারা এখনো কীভাবে বোর্ডে থাকে-সে প্রশ্ন তুলেছেন সাবেক ক্রিকেটার আফতাব আহমেদ। শুক্রবার (৩ অক্টোবর) মধ্য রাতে নিজের ফেসবুক আইডিতে এক ভিডিও বার্তায় তিনি এই প্রশ্ন তোলেন তিনি। আরও পড়ুনআরও পড়ুনহৃদয়ের খেলা নিয়ে শঙ্কা, যা জানা গেল ভিডিওতে আফতাব আহমেদ বলেন, অনেকদিন ধরে একটি প্রশ্ন মনের মধ্যে ঘুরতেছে। বিগত ১৫ বছর ধরে ক্রিকেটে কোনও উন্নয়ন হয়নি, ক্রিকেট ধ্বংসের মুখে। তো বিগত ১৫ বছরে যারা ক্রিকেট ধ্বংস করেছে, উন্নয়ন করতে পারেনি ক্রিকেটের, তাদের অনেককেই দেখতেছি পরিচালক হিসেবে এখন ক্রিকেট বোর্ডে আছে। আমার যেটা প্রশ্ন, যারা বিগত ১৫ বছরে কোনও কিছু করতে পারেনি, তারা কীভাবে এখনও ক্রিকেট বোর্ডে থাকে? ক্রিকেট বোর্ডের গুরুত্বপূর্ণ কাজ করে যায়।...