মে ২০২৫-এ পাকিস্তানের সঙ্গে আকাশযুদ্ধ নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি করেছেন ভারতের বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল এপি সিং। ১৫০ দিন পর তিনি দাবি করেছেন, ভারতীয় বিমানবাহিনী (আইএএফ) পাকিস্তানের পাঁচটি যুদ্ধবিমান—চীনা উৎপাদিত জেএফ-১৭ এবং যুক্তরাষ্ট্রের তৈরি এফ-১৬—ধ্বংস করেছে। শুক্রবার (৩ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছেসামা টিভি। শুক্রবার নয়াদিল্লিতে বিমানবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমাদের প্রতিরক্ষা ব্যবস্থার তথ্য বলছে, একটি দীর্ঘপাল্লার আঘাতের সঙ্গে আরও পাঁচটি ফাইটার জেট—এফ-১৬ ও জেএফ-১৭ ধ্বংস হয়েছে।’ আরও পড়ুনআরও পড়ুনআমরা ভারতের বিরুদ্ধে ১৯৭১-এর যুদ্ধের প্রতিশোধ নিয়েছি: শাহবাজ শরিফ তবে পাকিস্তানি বিমান ভূপাতিত করার দাবি তুললেও কোনো প্রমাণ হাজির করেননি এপি সিং। বরং তিনি উল্টো প্রশ্ন তোলেন, ‘ভারতীয় বিমান ভূপাতিত হয়েছে যদি, তবে পাকিস্তান ছবি দেখাক।’ আরও পড়ুনআরও পড়ুনতিন মাস পর পাকিস্তানের ছয়টি সামরিক বিমান ভূপাতিত করার...