এই সময়ের ব্যবধানে তিনি দু’বার করে গেছেন মিয়ানমারের গুরুত্বপূর্ণ মিত্র চীন ও রাশিয়ায় এবং একবার করে থাইল্যান্ড, বেলারুশ ও সাম্প্রতিক সময়ে কাজাখস্তানে। এসব সফরে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন। বিশেষজ্ঞদের মতে, জান্তা প্রধানের এ ভ্রমণ তার আত্মবিশ্বাস বৃদ্ধির প্রতিফলন—কারণ অভ্যন্তরীণভাবে বিদ্রোহ দমনে কিছুটা সাফল্য এসেছে এবং আন্তর্জাতিক কূটনৈতিক একঘরে অবস্থাও কিছুটা লাঘব হয়েছে। জান্তা সরকারের মুখপাত্র এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানালেও রাষ্ট্রীয় গণমাধ্যমে মিন অং হ্লাইংয়ের এসব সফরকে ইতিবাচক হিসেবে তুলে ধরা হচ্ছে। মুখপাত্র জাও মিন তুন দাবি করেছেন, চীন, রাশিয়া ও কাজাখস্তান সবাই মিয়ানমারের নির্বাচনী আয়োজনকে স্বাগত জানিয়েছে।আরও পড়ুনআরও পড়ুনবিশ্বের প্রথম ‘হাফ ট্রিলিয়নিয়ার’ ইলন মাস্ক ২০২১ সালের অভ্যুত্থান ও বিক্ষোভ দমনে নৃশংস দমন-পীড়নের পর বহু দেশ...