চট্টগ্রামের দূর্গাপূজার মন্ডপগুলোতে দায়িত্ব পালনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যের নামে নিয়োগ দেয়া হয়েছে একঝাঁক অপেশাদারী ও প্রশিক্ষণ বিহীন কর্মী। উপজেলায় দূর্গাপুজার নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যদের জন্য বরাদ্দকৃত অর্থের একটি বড় অংশ লোপাট করার উদ্দেশ্যে এমন অনিয়মের অভিযোগ উঠেছে কর্মকর্তাদের বিরুদ্ধে। সেই লক্ষ্যে কিছু লোককে শুধুমাত্র ইউনিফর্ম পরিয়ে নিয়োগ দেয়ার মধ্যে দিয়ে দায়িত্ব শেষ করেছে কর্তৃপক্ষ। দূর্গাপুজার মতো একটি স্পর্শকাতর বিষয় নিয়ে সংশ্লিষ্ট বিভাগের এহেন উদাসীনতায় শঙ্কিত ও হতাশ সনাতনী সম্প্রদায়ের নেতারাও। উপজেলা প্রশাসনের তথ্যমতে, এ বছর ফটিকছড়ি উপজেলার ১২৭টি ম-পে দূর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। মন্ডপগুলোকে তিনটি শ্রেণিতে ভাগ করে ২৪ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত সর্বমোট ১১৪৮ জন আনসার- ভিডিপি সদস্য মোতায়েন দেখানো হলেও মুলত বেশির ভাগ পূজামন্ডপে নিয়োজিত ছিল উল্লেখিত সংখ্যার কম লোক। অভিযোগ উঠেছে অস্থায়ীভাবে নিয়োগকৃত আনসারদের...