বিজয়ার শুভেচ্ছা জানিয়ে পূজামণ্ডপে তোলা একটি ছবি পোস্ট করেছিলেন তরুণ তারকা ইয়াশ রোহান। সেই থেকে ট্রলের শিকার এই অভিনেতা। ফেসবুকে ওই ছবিতে অনেকেই বিরূপ মন্তব্য করেছেন। মন্তব্য দেখে যে কেউ বুঝে ফেলবে, মন্তব্যকারীরা ইয়াশকে এতকাল মুসলমান ধর্মের অনুসারী ভেবেছিলেন। তবে এক ভক্তের প্রেমময় মন্তব্য স্পর্শ করেছে সবাইকে। ছবিটিতে ইয়াশ দূর্গামূর্তির সামনে দাঁড়িয়েছেন। তার কপালে সিঁদুরের তিলক। পোস্টে মন্তব্য করে কেউ কেউ লিখলেন, ‘তোমার নাটক আর দেখবো না।’ আরেকজন লিখেছেন, ‘ভাই, আপনার নাটক অনেক দেখেছি, আজ থেকে আর দেখা হবে কি না জানি না। কারণ ভাবছিলাম মুসলিম… নাটকগুলো ভালোই লাগতো।’ কেউ সরাসরি লিখেছেন, ‘তোকে তো মুসলিম মনে করছিলাম!’ ব্যক্তিজীবনে বেশ ঠোঁটকাটা ইয়াশ। ট্রলের শিকার হয়ে মুখে বন্ধ রাখেননি তিনি। একের পর এক বাঁকা মন্তব্যের জবাব দিয়েছেন দৃঢ়ভাবে। তবে ইয়াশের ওই পোস্টের...