বরগুনার তালতলীতে তিন বছর বয়সি শিশুকে নদীতে ফেলে দিয়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে মারজিয়া আক্তারের বিরুদ্ধে। এ ঘটনায় মারজিয়া ও তার পরকীয়া প্রেমিকের বিচার দাবি করেছেন স্থানীয়রা। শুক্রবার (৩ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার অঙ্কুজানপাড়া এলাকায় বিচারের দাবিতে মানববন্ধনে শত শত নারী-পুরুষ ও নিহত শিশুর পরিবার অংশ নেয়। মানববন্ধনে বক্তারা বলেন, শিশু শাহাদাতের মা মারজিয়া আক্তার তার পরকীয়া প্রেমিকের পরামর্শে বাড়ির কাছেই পায়রা নদীতে শিশুটিকে ফেলে দিয়ে পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছেন। তদন্তপূর্বক দোষীদের গ্রেফতার ও শাস্তি নিশ্চিতের দাবি জানাচ্ছি। নিহত শিশুর বাবা শাহিন অভিযোগ করে বলেন, আমি একটি জেলে নৌকায় কাজ করি। মঙ্গলবার রাত ১১টায় বাড়ি এলে আমার একমাত্র ছেলে ও স্ত্রী মারজিয়াকে দেখিনি। ঘরে তালা দেখে বিভিন্ন দিকে খোঁজাখুঁজি করেও তাদের পাওয়া যায়নি। পর দিন শুনতে...