নীলফামারীর ডিমলায় পাউবো কর্তৃপক্ষের যোগসাজোসে তিস্তা ক্যানেলের সংরক্ষিত এলাকার জায়গা দখল করে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। সরকারি জমি জবরদখল করে পাকা স্থাপনা নির্মাণের সত্যতা পাওয়া গেলে দ্রুততম সময়ের মধ্যে অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হবে। আশ্বাস উপজেলা নির্বাহী অফিসার মো. ইমরানুজ্জামানের। জানা গেছে, নীলফামারীর ডিমলার ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ইরি চাষাবাদে সেচ প্রদানের নির্মিত ডালিয়া-জলঢাকা মূল সেচ ক্যানেলের তুহিন বাজার নামক স্থানের মূল ক্যানেলের অতিরিক্ত পানি নিষ্কাশনে নাউতারা নদীতে বেড় করে দেয়ার জন্য নির্মিত আর ১টি স্কেপ সংরক্ষিত এলাকার জায়গা ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বাবু অমিতাভ চৌধুরীকে ম্যানেজ করে তুহিন বাজার এলাকার হাফিজুল ইসলাম (৪০) প্রকাশ্যে দিবালোকে পাকা স্থাপনা নির্মাণ করছেন। সংবাদমাধ্যমকর্মীকে তিনি নিজেকে জামায়াত নেতা হিসাবে পরিচয় দেন। গতকাল বৃহস্পতিবার সরেজমিনে ঘটনা স্থলে গিয়ে দেখা...