পটুয়াখালীর দশমিনা উপজেলায় বর্ষা মৌসুমে আশানুরূপ বৃষ্টিপাত হওয়ায় লক্ষ্যমাত্রার চাইতে বেশি পরিমাণ জমিতে আমন ধানের চাষ করা হচ্ছে। যথা সময়ে বৃষ্টিপাত হওয়ায় আমন ধানের ক্ষেত সবুজে সবুজে ভরে যাচ্ছে। বেশ কয়েক দিন বৃষ্টি থাকায় কৃষকরা আমন ধানের বীজ রোপণ করলেও পানির কারনে তা মরে যাওয়ার উপক্রম হয়ে ছিল। তবে এখন জমিতে কোন জলাবদ্ধতা নেই। কৃষি বিভাগ ধান ক্ষেতে পোকার আক্রমন থেকে রক্ষার জন্য কৃষকদেরকে আলোক ফাঁদ ব্যবহার করার জন্য পরামর্শ দিয়েছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এই বছর উপজেলার ৭টি ইউনিয়নে ১৮হাজার ৭শ’ হেক্টর জমিতে জমিতে আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়। তবে শ্রাবণে মাসে আবারও বৃষ্টি কমে যাওয়ায় কৃষকরা শঙ্কিত ছিল। চলতি বছর সময় মতো বৃষ্টিপাত হওয়ায় আমন আবাদের লক্ষ্যমাত্রা অর্জন হবে বলে কৃষকরা আশা করছে। চলতি বছর...