গাজীপুরের কালিয়াকৈরে তুরাগ নদীতে হিন্দুসম্প্রদায়ের দুর্গাপূজার প্রতিমা বিসর্জন দিতে গিয়ে নৌকা ডুবে দুই শিশু নিখোঁজ হয়। নিখোঁজের একদিন পর ওই দুই শিশুর মধ্যে একজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও ডুবুরী দল। শুক্রবার সকালে উপজেলার চাপাইর এলাকায় তুরাগ নদী থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। নিহত হলো, কালিয়াকৈর উপজেলার হিজলতলী ঋষিপাড়া এলাকার প্রবাস মনি দাসের মেয়ে অঙ্কিতা মনি দাস (৫) ও নিখোঁজ হলো, একই এলাকার তাপস মনি দাসের ছেলে তন্ময় মনি দাস (৯)। এলাকাবাসী, পরিবার, ফায়ার সার্ভিস ও ডুবুরী দল সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকার হিন্দুসম্প্রদায়ের দুর্গাপূজার প্রতিমা বিসর্জনের জন্য ইঞ্জনি চালিত নৌকা যোগে চাপাইর সেতুর তুরাগ নদীতে একত্রি করা হয়। কিন্তু সন্ধ্যা ৬টার দিকে ওই নদীর পার ঘেঁষে দুই নৌকার মধ্যে সংঘর্ষে একটি নৌকা...