সিলেট -৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি জয়নাল আবেদীন বলেছেন, বাংলাদেশের প্রতিটি এলাকায় দাঁড়িপাল্লার পক্ষে জোয়ার সৃষ্টি হয়েছে। টেকনাফ থেকে তেতুলিয়া, রুপসা থেকে পাথুরিয়া পর্যন্ত দাঁড়িপাল্লার পক্ষে জনগণ তাদের রায় দিতে প্রস্তুত রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সব জায়গায় আজ পরিবর্তন শুরু হয়েছে। দেশের মানুষ এখন পরিবর্তন চায়, নতুন নেতৃত্ব চায়। পাশাপাশি আমরা নির্বাচিত হলে তরুণদের কর্মসংস্থান ও বেকারদের কাজের সুযোগ সৃষ্টি করে দিতে হবে, শিক্ষা, স্বাস্থ্য যোগাযোগ সহ সকল ক্ষেত্রে আমরা যুগান্তকারী পরিবর্তন চাই। অবহেলিত এ জনপদে জনগণকে সাথে নিয়ে কাজ কাজ করে পিছিয়ে পড়া এ এলাকাকে যুগোপযোগী করে তুলতে চাই। তিনি শুক্রবার (৩ অক্টোবর) বিকালে গোয়াইনঘাট উপজেলার সোনারহাট উচ্চ বিদ্যালয় হলরুমে বাংলাদেশ জামায়াতে ইসলামী দুই নং পশ্চিম জাফলং ইউনিয়ন শাখা...