০৩ অক্টোবর ২০২৫, ০৬:৩৩ পিএম | আপডেট: ০৩ অক্টোবর ২০২৫, ০৭:১৫ পিএম লোকেশ রাহুলের পথ ধরে তিন অঙ্কের দেখা পেলেন ধ্রুব জুরেল ও রবিন্দ্র জাদেজা। ওয়েস্ট ইন্ডিজের বোলারদের হতাশ করে বিশাল সংগ্রহের পথে রয়েছে ভারতও। আহমেদাবাদ টেস্টের দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৫ উইকেটে ৪৪৮ রান। ৫ উইকেট হাতে নিয়ে তাদের লিড ২৮৬ রানের। ঠিক ১০০ রানের ইনিংস খেলে আউট হয়েছেন রাহুল। দিনের শেষভাগে জুরেল আউট হন ১২৫ রান করে। তবে ১০৪ রান নিয়ে এখনও উইকেটে আছেন জাদেজা। প্রথম দিন ব্যাট হাতে নেমে ১৬২ রানে অলআউট হয় সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। জবাবে দিন শেষে ২ উইকেটে ১২১ রান করেছিল ভারত। ৮ উইকেট হাতে নিয়ে ৪১ রানে পিছিয়ে ছিল টিম ইন্ডিয়া। রাহুল ৫৩ ও অধিনায়ক শুভমান গিল ১৮ রান নিয়ে দ্বিতীয় দিনের...