কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ অন্তত ৯ জন আহত হয়েছেন। গত বৃহস্পতিবার (২অক্টোবর) রাত সাড়ে দশটার দিকে উপজেলার রায়গঞ্জ ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এক পক্ষ মামলা করেছে অন্য পক্ষে মামলার প্রস্তুতি নিচ্ছে । সংঘর্ষে আহতদের মধ্যে গুরুতর আহত আরিফুল ইসলাম আরিফ (২৮) কে ঢাকায় নেওয়া হয়েছে। রংপুর মেডিকেলে ভর্তি আছেন রবিউল ইসলাম রনি (৩০), মজিবর সরকার (৬৫), খাইরুল ইসলাম (২৮), ফজু মেম্বার (৪৭) এবং জাকির হোসেন। ইউনিয়ন চেয়ারম্যান আরিফুজ্জামান দীপ মন্ডল হাতের ছুরিকাঘাতে আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। অন্যরা স্থানীয় পল্লী চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা নিয়েছেন। আহত মজিবর সরকারকে মাথায় ৫৫টি সেলাই দিতে হয়েছে। ফজু মেম্বারের মাথায় পড়েছে ১৭টি সেলাই। নাগেশ্বরী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম জানান, গত ২৪ আগস্ট উপজেলার...