নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর এখনও পুরোনো চেহারায় দেখা যায়নি নাসির হোসেনকে। তবে সেরা সময়ের কিছুটা ঝলক দেখালেন তিনি। অলরাউন্ড পারফরম্যান্সে গুরুত্বপূর্ণ জয় এনে দিলেন তিনি রংপুর বিভাগকে। জাতীয় সিলেটে লিগ টি-টোয়েন্টির আরেক ম্যাচে খুলনার বিভাগের রান তাড়ায় দারুণ ইনিংস খেলেন এনামুল হক। চট্টগ্রাম বিভাগকে প্রথম হারের স্বাদ দিয়ে রংপুর বিভাগ ম্যাচ জিতে নেয় ৫ উইকেটে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে টস জিতে বোলিংয়ে নামা রংপুরের জয়ের ভিত গড়ে দেয় বোলাররাই। চট্টগ্রামকে আটকে রাখে তারা ১৩৮ রানে। ফর্মে থাকা দুই ওপেনার মুমিনুল হক (১২) ও মাহমুদুল হাসান জয় (১১) এ দিন ভালো করতে পারেননি। ৪৪ রানে ৪ উইকেট হারানো চট্টগ্রামকে এগিয়ে নেন ইরফান শুক্কুর। তাকে কিছুটা সঙ্গ দেন অধিনায়ক ইয়াসির আলি চৌধুরি (২২)। ৫৮ রানের এই জুটি ভাঙার পর ইরফানই...