সেপ্টেম্বরের আন্তর্জাতিক ফুটবলের বিরতির পর লামিনে ইয়ামালের চোট নিয়ে তার ক্লাব বার্সেলোনা ও জাতীয় দলের মধ্যে টানাপোড়েন কম হয়নি। চোট কাটিয়ে ওঠার পর তরুণ এই ফরোয়ার্ডকে নিয়েই অবশ্য বিশ্বকাপ বাছাইপর্বে সামনের দুই ম্যাচের দল ঘোষণা করেছেন স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। বিস্ময়করভাবে বাদ পড়েছেন আগের স্কোয়াডের অধিনায়ক আলভারো মোরাতা। গত মাসে বিশ্বকাপ বাছাইয়ে বুলগেরিয়া ও তুরস্কের বিপক্ষে ইয়ামালকে ৭৯ ও ৭৩ মিনিট খেলানোর সমালোচনা করেছিলেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। কুঁচকিতে কিছুটা সমস্যা নিয়ে স্পেন দলে যোগ দিয়েছিলেন এই তারকা। জাতীয় দলের সঙ্গে থাকাকালীন সমস্যাটা আরও বেড়ে যায়। স্পেন দল ঠিকমতো তার যত্ন নেয়নি বলে অভিযোগ করেন ফ্লিক। যদিও সেই অভিযোগ উড়িয়ে দেন স্পেন কোচ। ওই চোটের কারণে বার্সেলোনার হয়ে ভালেন্সিয়া, নিউক্যাসল ইউনাইটেড, গেতাফে ও রেয়াল ওবিয়েদোর বিপক্ষে ম্যাচে খেলতে...