কক্সবাজারের টেকনাফ উপজেলার গহীন পাহাড়ে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশে জড়ো করা নারী ও শিশুসহ ৩৯ জনকে উদ্ধার করেছে নৌবাহিনী ও কোস্ট গার্ড। এ সময় পাচারকারী সন্দেহে দুইজনকে আটক করা হয়। শুক্রবার ভোররাতে উপজেলার কচ্ছপিয়ার পাহাড়ে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয় বলে জানান নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার এম মোহাইমিনুল হক মাহিম। উদ্ধার হওয়াদের মধ্যে রোহিঙ্গা নারী ১৮ জন, রোহিঙ্গা পুরুষ ১১, রোহিঙ্গা শিশু আটজন এবং বাঙালি দুইজন। তবে আটক দুইজনের নাম-পরিচয় পাওয়া যায়নি। লেফটেন্যান্ট কমান্ডার মাহিম বলেন, “পাহাড়ের সংঘবদ্ধ একটি চক্র মুক্তিপণ আদায় ও নানা প্রলোভন দেখিয়ে মালয়েশিয়া পাচারের উদ্দেশে বেশকিছু নারী ও শিশুদের জিম্মি করে রাখার খবর পাওয়া যায়। “ভোররাতে নৌবাহিনীর বিশেষায়িত ফোর্স সোয়াডসের কমান্ডো দলসহ কোস্ট গার্ডের সদস্যরা ঘটনাস্থলে যান। এ সময় পাচারকারী চক্রের সদস্যরা টের পেয়ে পালিয়ে...