খাগড়াছড়িতে আদিবাসী কিশোরীকে ধর্ষণের অভিযোগের পর হামলা, লুটপাট, অগ্নিসংযোগ, সংঘর্ষ, গুলিতে তিন আদিবাসীর মৃত্যুর মতো ঘটনা ঘটেছে৷ তারপর সহিংতাকে কেন্দ্র করে পুলিশের দায়ের করা তিন মামলায় এক এক হাজার ১০০ জনকে আসামি করা হয়েছে। কিন্তু নিহত তিনজনের ব্যাপারে কোনো মামলা হয়নি। ফলে প্রশ্ন জাগে- তাহলে ওই তিনজনকে যারা হত্যা করলো তারা কি পার পেয়ে যাবে? আদিবাসী কিশোরী ধর্ষণের ঘটনারসাত দিন পর যে মেডিকেল প্রতিবেদন দেয়া হয়েছে তা সংবাদ মাধ্যমে ফাঁস হয়ে গেছে। ওই প্রতিবেদন অনুযায়ী, ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। কিশোরীর বাবার প্রশ্ন, " আমার মেয়ের ছবিসহ ওই প্রতিবেদন কীভাবে ফাঁস হলো?” তিনি বৃহস্পতিবার রাতে ডয়চে ভেলেকে এ প্রশ্ন করে বলেন, "আমি আর কথা বলতে চাই না। সাংবাদিক হোক আর যা-ই হোক। আমরা তো যা হবার হয়েছে।” আর মেডিকেল বোর্ডের...