গণমানুষের খাদ্য চাহিদায় আলু শীর্ষস্থানীয় সহজলভ্য ফসল। বাংলাদেশের প্রায় সব অঞ্চলেই কমবেশি ফলন হয়ে থাকে। বাংলাদেশ বিশ্বে অন্যতম শীর্ষ আলু উৎপাদনকারী। বাস্তবে এই সাফল্যের আড়ালে কৃষকের বুকফাটা আর্তনাদ ও ক্ষোভের ভয়াবহ চিত্র ফুটে উঠেছে সম্প্রতি। গত মৌসুমে মাঠপর্যায়ে আলুর উৎপাদন খরচ দাঁড়িয়েছে গড়ে ৩০ টাকা। গেল ২৭ আগস্ট সরকার সর্বনিম্ন ২২ টাকা কেজি দরে আলু ক্রয়ের ঘোষণা দিলেও মাঠপর্যায়ে এর কোনো প্রতিফলন দেখা যায়নি। প্রজ্ঞাপন জারি হলেও তা বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক বা কৃষি সম্প্রসারণ বিভাগে পৌঁছায়নি। ফলে চাষিরা সরকারের ঘোষণার কোনো সুফল ঘরে তুলতে পারছেন না। ইদানীং রাজশাহী, বগুড়া ও রংপুরে হিমাগার ফটকে আলুর দাম কেজিতে ৮ থেকে ১২ টাকা। বাস্তবে তারা আলু বিক্রি করছেন উৎপাদন খরচের চেয়ে অনেক কম দামে। হিমাগার ভাড়া ও শ্রমিকের খরচ মেটাতে গিয়ে চাষিরা...