গোপালগঞ্জের কোটালীপাড়ায় ঢাকাস্থ কান্দি ইউনিয়ন যুব সংঘের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৩ অক্টোবর) উপজেলার ধারাবাশাইল সরকারি আদর্শ মহাবিদ্যালয়ে দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়। ধারাবাশাইল সরকারি আদর্শ মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আশরাফ আলী খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেডিকেল ক্যাম্পটির উদ্বোধন করেন। চিকিৎসা নিতে আসা গৃহিণী করুণা হালদার বলেন, ‘জ্বর ও কাশিতে অসুস্থ হয়ে ঘরে পড়েছিলাম। টাকার অভাবে ডাক্তার দেখাতে পারছিলাম না। এখানে এসে ডাক্তার দেখানোর পর তারা ফ্রি ওষুধ দিয়েছেন।’ সংগঠনের সাধারণ সম্পাদক কৌশিক হালদার জানান, দিনব্যাপী পরিচালিত এই ক্যাম্পে প্রায় পাঁচ শতাধিক রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। তারা প্রায় ৩০ বছর ধরে দুর্গাপূজার বিসর্জনের পরের দিন এভাবে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করে আসছেন। ভবিষ্যতে এই কার্যক্রম অব্যাহত থাকবে। সংগঠনের সভাপতি...