মেয়েদের বিশ্বকাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কায় পাকিস্তানের বিপক্ষে জিতেছে বাংলাদেশ। এ ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন বাংলাদেশের পেসার মারুফা আক্তার। তার করা দুটি বল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা চলছে। বাংলাদেশের পেসারের প্রশংসায় মেতেছেন লঙ্কান কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গা, যোগ দিয়েছেন ভারতীয় সাবেক কিংবদন্তি মিতালি রাজ। প্রথম ওভারের পঞ্চম বল, ব্যাটে ওমাইমা সোহাইল, বলে মারুফা আক্তার। ফুললেন্থের বল অফস্ট্যাম্পের বাইরে ফেলান মারুফা, ইনসুইংয়ে বল বুঝতে না পেরে বোল্ড হন সোহাইল। পরের বলেও প্রায় একই ধরণের আউট হন সিদরা আমীন। মারুফার দুর্দান্ত দুটি বল নিয়ে শুরু হয় আলোচনা। এই বল নিয়ে লঙ্কান কিংবদন্তি লাসিথ মালিঙ্গা লিখেছেন, ‘পুরোপুরি দক্ষতা। বলের উপর নিয়ন্ত্রণ। শুরু হওয়া আসরে এখনও পর্যন্ত সেরা বল।’ ভারতের সাবেক অধিনায়ক কিংবদন্তি ব্যাটার মিতালি রাজ মারুফাকে নিয়ে একটি ভিডিওতে বলেছেন, ‘তার বলে...