দেশে স্নাতক ডিগ্রিধারী বেকারের সংখ্যা এখনও উদ্বেগজনক। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রতিবেদনে দেখা গেছে, গত বছর দেশে স্নাতক পাস বেকারের সংখ্যা ছিল প্রায় ৮ লাখ ৮৫ হাজার। অর্থাৎ দেশের মোট বেকারের ১৩ দশমিক ৫০ শতাংশই স্নাতক পাস, যা গত বছরের চেয়ে ১৩ দশমিক ১১ শতাংশের বেশি। অনেকদিন ধরে মন্দা যাচ্ছে দেশের ব্যবসা-বাণিজ্য। বিনিয়োগ না থাকায় দেশে প্রতিনিয়ত কমছে কর্মসংস্থান, আর বাড়ছে বেকারত্ব। সংশ্লিষ্টদের মতে, দেশি-বিদেশি বিনিয়োগ কমে যাওয়ার কারণে কর্মসংস্থান কমছে। বিবিএসের শ্রমশক্তি জরিপে দেখা গেছে, ২০২৪ সালে দেশে বেকার ছিল ২৬ লাখ ২৪ হাজার, যার মধ্যে স্নাতক ডিগ্রীধারী ছিল ৮ লাখ ৮৫ হাজার। জরিপের তথ্য মতে প্রায় দুই বছর ধরে বিশ্ববিদ্যালয় স্নাতক পাশ করা প্রতি তিন জনের একজন বেকার। সাতজনের মধ্যে একজন এক বছর ধরে বেকার, আর ছয়জনের একজন...