বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১৩ আসনের জামায়াত মনোনিত এমপি প্রার্থী মোঃ মোবারক হোসাইন বলেন, তিনি সর্বদা জনগণের পাশে থেকে সত্য, ন্যায় ও মানবতার সেবা করে যাবেন ইনশাআল্লাহ। আজ শুক্রবার (৩ অক্টোবর) রাজধানীর মোহাম্মদপুর থানা পশ্চিমের আয়োজনে- কাটাসুর এলাকায় অবস্থিত বিশিষ্ট নাগরিকদের সাথে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১৩ আসনের জামায়াত মনোনিত এমপি প্রার্থী মোঃ মোবারক হোসাইন এক বক্তব্যে বলেন, “ইসলামী সমাজ প্রতিষ্ঠিত হলে আমরা একটি মানবিক ও দুর্নীতিমুক্ত সমাজ উপহার দিতে পারব ইনশাআল্লাহ।” তিনি বিশ্বাস করেন, ইসলামই একমাত্র পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা, যেখানে ন্যায়, সমতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা রয়েছে। তার মতে, ইসলামী সমাজ প্রতিষ্ঠিত হলে দুর্নীতি, অবিচার ও বৈষম্য চিরতরে বিদায় নেবে এবং মানুষের জীবনে ফিরবে শান্তি, কল্যাণ ও সৌহার্দ্য। জনগণের...