দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার আদিবাসী (সাঁওতাল) অধ্যুসিত এলাকার সোনাজুড়ি মাঠে ১৬-তম আদিবাসী ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) সকালে বিরামপুর উপজেলার সোনাজুটি আদিবাসী (সাঁওতাল) মাঠে ১৬-তম উদ্বোধনী খেলায় অংশ গ্রহণ করেন সেতাবগঞ্জ এসএসসি ব্যাচ ২২-২৩ ও রাজশাহী অ্যাডভেন্টিস্ট ইয়্যুথ ক্লাব। খেলার উদ্বোধন করেন, বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) আতাউর রহমান, বিরামপুর বার্তার সম্পাদক আব্দুল কুদ্দুস, সাব-রেজিষ্টার বার্নার্ড মার্ডি ও দিনাজপুর ধর্ম প্রদেশের ফাদার কেরোবিন বাকলা। এসময় তাদের সাথে ছিলেন, ইউপি চেয়ারম্যান চিত্তরঞ্জন পাহান, ধানজুড়ি ধর্মপল্লীর সহকারী পাল পুরোহিত ফাদার রতন মুমুর্, ফ্রেন্ডশিপ যুব সংগঠনের সভাপতি স্যামশন হেম্ব্রম, সাধারণ সম্পাদক প্রদীপ মার্ডি, আদিবাসী পারগানা সামুয়েল মার্ডি, ইউপি সদস্যা শীতলী রানী পাহান, ইউপি সদস্য ফ্লাবিয়াস হেম্ব্রম প্রমূখ। টুর্ণামেন্টে ১৬টি দল অংশ গ্রহণ করছে এবং উদ্বোধনী খেলায় ০-৩ গোলে সেতাবগঞ্জ...