০৩ অক্টোবর ২০২৫, ০৬:৫৭ পিএম | আপডেট: ০৩ অক্টোবর ২০২৫, ০৬:৫৭ পিএম পাবনার ঈশ্বরদীতে কৃষকের সাথে শত্রুতা করে দুর্বৃত্তরা তিন বিঘা জমির গাজর ঘাস মারা বিষ দিয়ে পুড়িয়ে দিয়েছে। আজ শুক্রবার ৩রা অক্টোবর ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নের গোপালপুর গ্রামের কৃষক রবিউল ইসলামের মাঠে এ ঘটনা ঘটেছে। এতে ওই কৃষক ব্যাপক ভাবে আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষক রবিউল ইসলাম জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় গাজরের মাঠ দেখে বাড়িতে গিয়েছি। আজ শুক্রবার হওয়ার কারণে সকাল থেকে মাঠে আসা হয়নি। বিকালে মাঠে এসে দেখি আমার জমির সমস্ত গাজর ঘাস মারা বিষ স্প্রে করার কারণে পুড়ে গেছে। দুর্বৃত্তরা রাতের আঁধারে আমার সাথে শত্রুতা করে গাজর ক্ষেত নষ্ট করে প্রতিশোধ নিয়েছে। আমি একজন ক্ষুদ্র চাষি গাজর নষ্ট হওয়ার কারণে আমার সর্বনাশ হয়ে গেছে। বীজ, সার ও কীটনাশকের...