কক্সবাজারের টেকনাফে নৌবাহিনী ও কোস্টগার্ডের যৌথ অভিযানে অপহৃত ৩৯ জনকে যৌথ অভিযানে উদ্ধার করেছে নৌবাহিনী ও কোস্টগার্ড। এসময় দুই মানবপাচারকারীকে আটক করা হয়েছে। বাংলাদেশ নৌবাহিনী জানায়, বৃহস্পতিবার দিনগত রাতে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া পাহাড়ের গভীরে সংঘবদ্ধ মানবপাচারকারী চক্রের আস্তানায় এ অভিযান চালানো হয়। চক্রটি নারী-শিশুসহ সাধারণ মানুষকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে এবং মুক্তিপণের জন্য জিম্মি করে রাখে। খবর পেয়ে নৌবাহিনী ও কোস্টগার্ড সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে দুজনকে আটক করা হয়। পরবর্তীতে পাহাড় অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে ৩৯ জনকে উদ্ধার করা...