বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) বন্ধের আদেশ প্রত্যাহার করা হয়েছে। আগামী ৫ অক্টোবর থেকে শুরু হবে ক্লাস-পরীক্ষা। আজ শুক্রবার (৩ অক্টোবর) হলগুলো খুলেছে। গত মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) অনলাইনে অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বাকৃবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। তবে হল খুললেও আজ সাপ্তাহিক ছুটির দিন থাকায় হলগুলোতে শিক্ষার্থীদের তেমন কোনো আনাগোনা ছিল না। ক্যাম্পাস ছিল অনেকটাই ফাঁকা। গত ৩১ আগস্ট বাকৃবির কম্বাইন্ড (বিএসসি ইন ভেট অ্যান্ড এএইচ) ডিগ্রির দাবিতে আন্দোলনকারীদের ওপর বহিরাগতদের হামলার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন অনির্দিষ্টকালের জন্য একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করে। ফলে বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদ ও একটি ইনস্টিটিউটের ক্লাস ও পরীক্ষা বন্ধ হয়ে যায়। এই নিয়ে গতকাল বৃহস্পতিবার (২ অক্টোবর) পর্যন্ত টানা ২৩ দিন বিশ্ববিদ্যালয়ের...