পার্বত্য এলাকায় বারবার অস্থিরতা৷ পোড়ে দোকান-ঘর, ঘটে প্রাণহানি। নারী নিরাপত্তা ও শান্তি ফেরানোর উপায় নিয়ে ডয়চে ভেলের সঙ্গে কথা বলেছেন ইলিরা দেওয়ান। ডয়চে ভেলে :কিছুদিন পরপরই আমরা পাহাড়ে অস্থিরতা দেখছি। আসলে সেখানে মূল সমস্যাটা কী? ইলিরা দেওয়ান :আসলে অস্থিরতা তৈরি হয় কখন, সেটা দেখতে হবে। প্রথমত, যখন জমি বেদখল হয়, দ্বিতীয়ত, নারীদের উপর সহিংসতা বাড়ে বা তৃতীয়ত, আঞ্চলিক দলগুলোর মধ্যে দ্বন্দ্ব তৈরি হয় তখন। তবে সবচেয়ে বড় কারণভূমি বেদখল ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা। মানবাধিকার লঙ্ঘনের তো অনেকগুলো সংজ্ঞা আছে, তার মধ্যে নারী নির্যাতন একটা বড় ফ্যাক্টর। গত বছরের ঠিক একই সময়ে স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টা বা ধর্ষণ করা হয়, তখনও কিন্তু অস্থিরতা তৈরি হয়েছিল। অবশ্যই সরকারের দিক থেকে আন্তরিকতার অভাব, সেটা বলবো। কোন সরকার চুক্তি করেছে সেটা বড় কথা না,...