প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস গত সপ্তাহে নিউইয়র্কে জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদে (ইউএনজিএ) বাংলাদেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। এ সময় তিনি সাধারণ পরিষদে ভাষণ দেন, বিশ্ব নেতাদের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন এবং গণতন্ত্র, মানবিক নেতৃত্ব ও ভবিষ্যতের অর্থনৈতিক সহযোগিতার জন্য বাংলাদেশের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। শুক্রবার ৩ অক্টোবর প্রেস সচিব শফিকুল আলম এক ফেসবুক পোস্টে প্রধান উপদেষ্টার জাতিসংঘ সাধারণ পরিষদের সফরের সাফল্যের সারসংক্ষেপ তুলে ধরে এ কথা জানান। পোস্টে তিনি জানান, ভাষণে প্রধান উপদেষ্টা ইউনূস গণতন্ত্র, স্বচ্ছতা ও অন্তর্ভুক্তিমূলক শাসনব্যবস্থার প্রতি বাংলাদেশের অটল অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রস্তুতির কথা উল্লেখ করে তিনি বিশ্ব সম্প্রদায়কে আশ্বস্ত করেন যে, বাংলাদেশ গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে বদ্ধপরিকর। সফরে বাংলাদেশের ছয় রাজনৈতিক দলের প্রতিনিধি তার সঙ্গে ছিলেন। এই প্রথমবারের মতো এত বিশিষ্ট...