বাবা হওয়ার পরে রণবীর কতটা বদলেছেন, তা নিয়ে আগেও একাধিক সাক্ষাৎকারে কথা বলেছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। সম্প্রতি কাজল ও টুইঙ্কেল খান্না সঞ্চালিত এক অনুষ্ঠানে আবার বাবা ও মেয়ের রসায়ন নিয়ে কথা বললেন অভিনেত্রী। কন্যা রাহাকে নাকি চোখের আড়াল করতে চান না অভিনেতা রণবীর কাপুর। কোনো ছেলে যদি কোনো রকমের প্রস্তাব দিতে আসে, তবে তাদের লাথি মেরে তাড়াবেন বলে জানিয়েছেন অভিনেতা। এমন কথাই জানালেন আলিয়া ভাট। সেই সঙ্গে তাদের বাবা-মেয়ের সম্পর্কে কতটা বদল এসেছে, সে কথাও জানিয়েছেন অভিনেত্রী। সম্পর্কে স্বামী-স্ত্রী হলেও তাদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব রয়েছে বলে জানান অভিনেত্রী। প্রথম থেকেই তাদের সম্পর্ক এমনই। কখনই নাটকীয় রোম্যান্সে ভরা নয়। আলিয়া বলেন, আমি ওকে বিয়ে করেছি। কারণ ও আমার সঙ্গে দারুণভাবে মিশতে পারে। আমরা আবার পরস্পরের সঙ্গে খুনসুটি করতেও খুব...