ফরাসি ফুটবল তারকা জিনেদিন জিদানের ছেলে লুকা জিদানকে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের আগামী দুটি ম্যাচের জন্য আলজেরিয়া দলে ডাকা হয়েছে। লেস ব্লুজদের হয়ে ইয়ুথ পর্যায়ে প্রতিনিধিত্ব করার পর গত মাসে লুকা ফ্রান্স থেকে আলজেরিয়ার নাগরিকত্ব লাভ করেন। ২৭ বছর বয়সী এই গোলকিপার বর্তমানে স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব গ্রানাডায় খেলছেন। ক্যারিয়ারে কখনোই ফ্রান্স জাতীয় দলকে প্রতিনিধিত্ব করেননি লুকা। বাবার পারিবারিক সূত্রে আলজেরিয়ার হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন তিনি। ১৯ পয়েন্ট নিয়ে বাছাইপর্বে গ্রুপ টেবিলের শীর্ষে রয়েছে আলজেরিয়া। আগামী সপ্তাহে সোমালিয়াকে হারাতে পারলেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত হবে আলজেরিয়ার। কিন্তু তারপরও দ্বিতীয় স্থানে থাকা উগান্ডার সাথে বাছাইপর্বের শেষ ম্যাচটিও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াতে পারে। আরও পড়ুনআরও পড়ুনমেসির আগেই ফুটবলকে বিদায় বলে দিলেন তার সতীর্থ উত্তর আফ্রিকার দেশটি ২০২৫ আফ্রিকান নেশন্স কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে।...