“রান ফর বাংলাদেশ, রান ফর হেলথ, এই স্লোগানকে সামনে রেখে নরসিংদীর রায়পুরায় অনুষ্ঠিত হলো রায়পুরা ম্যারাথন-২০২৫। ম্যারাথনে নারী, পুরুষ ও শিশুসহ ৭০০ দৌড়বিদের অংশগ্রহণে ভোরবেলা প্রাণবন্ত হয়ে ওঠে উপজেলা সদর। আন্তর্জাতিক মানের এই প্রতিযোগিতার আয়োজন করে রায়পুরা উপজেলা প্রশাসন ও রায়পুরা রানার্স কমিউনিটি। আজ শুক্রবার ভোর ৫টায় উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে থেকে রায়পুরা-নরসিংদী সড়কে আনুষ্ঠানিকভাবে ফ্ল্যাগ-অফের মাধ্যমে শুরু হয় দৌড় প্রতিযোগিতা। চারটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত এই ম্যারাথনে ছিল ৪২.২ কিলোমিটার ফুল ম্যারাথন, ২১.১ কিলোমিটার হাফ ম্যারাথন, ১০ কিলোমিটার দৌড় এবং শিশুদের জন্য ৫০০ মিটারের বিশেষ দৌড়। ম্যারাথনের দিন নিরাপত্তা ও ব্যবস্থাপনায় ছিল কঠোর নজরদারি। দৌড়বিদদের জন্য সড়কজুড়ে দায়িত্ব পালন করেন ২ শতাধিকের বেশি ভলান্টিয়ার, প্রায় অর্ধশত পুলিশ সদস্য, সেনাবাহিনীর একটি বিশেষ টিম, অর্ধশত আনসার ও গ্রাম পুলিশ সদস্য। পাশাপাশি শারীরিক...