মাত্র ১৬ বছর বয়সেই ইতিহাস গড়লেন সাবরি। বৃহস্পতিবার কেরালা কলামণ্ডলম মঞ্চে তার ‘আরাঙ্গেত্তম’ (প্রথম পরিবেশনা) সম্পন্ন করে তিনি শুধু নিজের বহুদিনের লালিত স্বপ্ন পূরণ করলেন না, বরং প্রায় এক শতাব্দী পুরনো বিখ্যাত এই শিল্পকেন্দ্রের ইতিহাসে প্রথম মুসলিম নারী হিসেবে কথাকলি নৃত্য পরিবেশন করে নজির স্থাপন করলেন। তার অভিষেকের মাধ্যমে কলামণ্ডলমের এক শিক্ষাগুরুর বহুদিনের স্বপ্নও পূরণ হলো। তার স্বপ্ন ছিল এই মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে একজন মুসলিম মেয়েকে কথাকলি শেখানো। বৃহস্পতিবার বিজয়া দশমীর দিনে সাবরি তার ‘কৃষ্ণ বেশম পুরাপ্পাডু’ পরিবেশন করেন এবং একে তিনি ‘স্মরণীয় অভিজ্ঞতা’ বলে বর্ণনা করেন। সাবরি বলেন, ‘আজ আমি আমার স্বপ্ন পূরণ করতে পেরে খুব আনন্দিত। নাচ আমার ভালোবাসা।’ তার বাবা নিযাম আম্মাস এক ভিডিও বার্তায় জানান, ‘এটা আমাদের পরিবারের জন্য আনন্দের দিন, কারণ আমার মেয়ে সফলভাবে তার বহুদিনের...