বরগুনার তালতলীতে তিন বছরের এক শিশুকে নদীতে ফেলে হত্যার অভিযোগে তার মায়ের বিচার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। এ ঘটনায় শিশুর বাবার মামলা নেওয়ার বিষয়ে পুলিশের গড়িমসির অভিযোগও উঠেছে। শুক্রবার (৩ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের বড় অংকুজান পাড়া আশ্রয়ণ প্রকল্প এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে দুই শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে গ্রামের শানু হাওলাদারের ছেলে শাহিনের সঙ্গে ছোটবগী ইউনিয়নের পি কে এলাকার মনির খন্নারের মেয়ে মারজিয়া আক্তারের বিয়ে হয়। তাদের সংসারে জন্ম নেয় একমাত্র সন্তান শাহাদাত হোসেন। কিন্তু বিয়ের পর থেকেই মারজিয়া পরকীয়ায় জড়িয়ে পড়েন বলে অভিযোগ স্বামীর। এ নিয়ে দাম্পত্য কলহ লেগেই থাকত। গত সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে মারজিয়া আক্তার তার ছেলে শাহাদাতকে নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর...