আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুন্সীগঞ্জে দুইপক্ষের সংঘর্ষে তিনজন গুলিবিদ্ধসহ অন্তত ৪ জন আহত হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে ১৪ ককটেল উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (০৩ অক্টোবর) দুপুর দেড়টার দিকে সদর উপজেলার হোগলাকান্দি গ্রামের গাজী ও মোল্লা দুই গ্রুপে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন- সাকিব মোল্লা (৩০), মহিউদ্দিন মোল্লা (৩৫) ও আকাশ মোল্লাকে (২৫)। অপর আহত সাব্বির মোল্লা (২২)। স্থানীয়দের বরাতে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম বলেন জানান, দুপুরে স্থানীয় মসজিদে মোল্লা গোষ্ঠীর সাব্বির নামাজ আদায় করতে গেলে প্রতিপক্ষ গাজী গোষ্ঠীর লোকজন মারধর করে। এ ঘটনার প্রতিবাদ জানাতে গেলে উভয় গোষ্ঠীর লোকজনের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা গোলাগুলিসহ ককটেল বিস্ফোরণ ঘটনায়। এতে তিনজন গুলিবিদ্ধ ও একজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে...