০৩ অক্টোবর ২০২৫, ০৬:০১ পিএম | আপডেট: ০৩ অক্টোবর ২০২৫, ০৬:০৩ পিএম গ্রাহকদের শত-শত কোটি টাকা নিয়ে হঠাৎই উধাও হয়ে যাওয়া হালট্রিপের চেয়ারম্যান প্রশান্ত কুমার হালদারের প্রধান সহযোগী মোহাম্মদ তাজবীর হাসানের বিদেশী সিটিজেন নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করেছেন প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের। আজ শুক্রবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুকে আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টে জুলকারনাইন সায়ের লেখেন, পিকে হালদারের প্রতিষ্ঠান হালট্রিপ এর কেলেঙ্কারির ঘটনা নিশ্চই গ্রাহক ও ট্রাভেল এজেন্সী সংশ্লিষ্টরা ভুলে জাননি? গ্রাহকদের শত-শত কোটি টাকা নিয়ে হঠাৎই উধাও হয়ে যায় হালট্রিপ, ক্ষতিগ্রস্ত হয় অসংখ্য যাত্রী ও ট্রাভেল এজেন্সি। জানা যায় হালট্রিপের ৯০ শতাংশ মালিকানা ছিলো পিকে হালদারের আর বাকিটা মোহাম্মদ তাজবীর হাসানের, যিনি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ছিলেন। হালট্রিপ কেলেঙ্কারির পরপরই দেশ ছেড়ে পালিয়ে যান তাজবীর হাসান,...