প্রায় তিন বছরের দীর্ঘ বিরতির পর জনপ্রিয় ব্যান্ড অর্থহীন নতুন অ্যালবাম প্রকাশের ঘোষণা দিয়েছে। ব্যান্ডটি ১৭ অক্টোবর তাদের নতুন অ্যালবাম ‘ফিনিক্সের ডায়েরি ২’ প্রকাশ করবে। এর আগে ২ অক্টোবর তারা নতুন একটি গান উন্মুক্ত করেছে। শিরোনাম ‘উন্মাদ’।অ্যালবাম প্রকাশের আগে বিশেষ আয়োজন হিসেবে ১০ অক্টোবর অনুষ্ঠিত হবে ‘ফিনিক্সের ডায়েরি ২-সিক্রেট লিসেনিং পার্ট’, যেখানে সীমিতসংখ্যক ফ্যানদের জন্য অ্যালবামের গানগুলো শোনার সুযোগ থাকবে। এর আগে ব্যান্ডের ‘ফিনিক্সের ডায়েরি ১’ অ্যালবাম প্রকাশ হয়েছিল ২০২২ সালের ডিসেম্বরে, যা তখনই বেশ জনপ্রিয়তা অর্জন করেছিল।এর পাশাপাশি যুক্তরাষ্ট্র সফরেরও ঘোষণা দিয়েছে অর্থহীন। অক্টোবরের শেষ সপ্তাহ থেকে ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত তারা যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে কনসার্টে অংশ নেবে। সফরের তালিকায় রয়েছে নিউইয়র্ক, পেনসিলভানিয়া, লস অ্যাঞ্জেলেস, শিকাগো, ফ্লোরিডা, জর্জিয়া, ম্যাসাচুসেটস ও ভার্জিনিয়া।গত কয়েক বছরে ব্যান্ডের প্রধান সাইদুস সালেহীন সুমন নানা শারীরিক...